Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মুক্তিযোদ্ধা ভাতা

মথুরাপুর ইউ, পি থেকা প্রায় ২০০ মুক্তিযোদ্ধা তাদের ভাতা সরকারী ভাবে পায়।

দেশেরসব মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়সম্মানী ভাতা দেওয়া হবে।এতদিন অসচ্ছল, অসহায় মুক্তিযোদ্ধাদের এই ভাতা দেওয়া হতো।এখন অসচ্ছল, অসহায় বিবেচনায় নয়, সম্মান ও মর্যাদার বিষয় হিসেবেই সবমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশরাইফেলস, পুলিশ বাহিনীসহ সবমুক্তিযোদ্ধা চাকরি জীবী এ ভাতা পাবেন। এরই মধ্যে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ নীতিমালা, ২০০২-এরসং শোধনী আনাহয়েছে।প্রস্তাবিতবা জেটে ও ভাতা বাবদ আরও ১২০ কোটি টাকাবরাদ্দদে ও য়াহয়েছে ।আগামী জুলাই থেকে সবমুক্তিযোদ্ধা প্রতি মাসে দুইহাজার টাকা করে এ ভাতা পাবেন। সংশ্লিষ্টমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানাগেছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এই  সরকার এব্যাপারে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনাজাগ্রত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।সব মুক্তিযোদ্ধা কে সমহারে রাষ্ট্রীয় ভাতা দেওয়ার ব্যাপারেপ্রস্তাবিত বাজেটে অর্থেরসংস্থান ও রাখাহয়েছে। সূত্র জানায়, সংশোধিত নীতি মালা অনুযায়ী ভাতা ভোগী মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলেস্ত্রী/স্বামীওপিতা-মাতার অবর্তমানে সন্তান রারাষ্ট্রীয় সম্মানী ভাতা পাবেন।

২০০২-এর নীতিমালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবী, গ্র্যাচুইটি বা পেনশনেরসুবিধা সহ বার্ষিক ১২ হাজার টাকার ঊর্ধ্বে আয়কারী মুক্তিযোদ্ধা, কল্যা ণট্রাস্ট /বেসরকারি সংস্থাথেকে নিয়মিত আর্থিক অনুদান লাভ কারীরা রাষ্ট্রীয় সম্মানী ভাতা পেতেননা।

সংশোধিত নীতি মালায় তা বাতিল করা হয়েছে।এখন থেকে পেনশনভোগী মুক্তিযোদ্ধা সহ যেসব সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধার বেতন ১২হাজার টাকার বেশি, তারা ও এ ভাতা পাবেন।এত দিন সরকার থেকে দেড় লাখ অসচ্ছল মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া হতো ।তাদের জন্য মাসে খরচ হতো ৩৬০ কোটি টাকা।

এখন ভাতা ভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়াবে দুইলাখ ।তাদের জন্য বাড়তি আর ও ১২০ কোটি টাকাখরচ হবে।প্রস্তাবিত বাজেটে এই১২০ কোটি টাকাবরাদ্দধ রে ভাতা বাব দবরাদ্দ রাখা হয়েছে ৪৮০ কোটি টাকা।